দেশে আইএস'র কোনো অস্তিত্ব আছে কিনা তা জানতে সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচলা সভায় তিনি এক কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কারা আইএস, কোথায় আইএস তা আমরা হন্যে হয়ে খুঁজছি। কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বলা হয় এটি আইএস ঘটিয়েছে। কিন্তু সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে আইএস খুঁজছে।'
মতিউর রহমান নিজামীর ফাঁসি আইন অনুযায়ী হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/৬ মে ২০১৬/শরীফ