বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের চক রহিমাপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২০), বগুড়ার শিবগঞ্জের বানাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে রেজাউল করিম (৩০), লালমনিরহাট সদর উপজেলার কিষামতকিনাটুলি গ্রামের নুরুল ইসলামের ছেলে আতাউর (২৫) এবং একই উপজেলার তাজপুর গ্রামের নরেশ চন্দ্রর ছেলে কনক চন্দ্র রায় (২৫)।
শেরপুর থানার এসআই ডেভিড হিমাদ্রি বর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী ঢাকাগামী কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী বাসটি ছিটকে মহাসড়কের উত্তরপাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম, র্যাব ও শেরপুর থানার পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে যান। নিহত ২ ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে শেরপুর থানা সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শামীম/শরীফ