সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে অবস্থান নিয়ে বিএনপি জনগণের ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, 'এ অবস্থানের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা কখনই জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়। যারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তারা সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটা আবার প্রমাণিত হয়েছে।'
তিনি আরও বলেন, ;বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক আর বাইরে থাকুক তারা বারবার জনগণের উপর আক্রমণ করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।'
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম ও আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শরীফ