স্কুল-কলেজের কমিটিতে সভাপতি থাকতে পারবেন না এমপিরা এই মর্মে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয়েছে। রায় ঘোষণার দুই মাস পর আজ ৪১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। রায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনের মাধ্যমে গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের প্রবিশন তৈরি করার জন্য শিক্ষা সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া রায়ে দেশের সকল স্কুল ও কলেজে বিশেষ কমিটি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এডহক কমিটি গঠন করে এক মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেয়া হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আইন সচিব, শিক্ষা সচিব ও ঢাকা বোর্ডকে নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ১ জুন হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-২২