বাংলাদেশি নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়া শ্রীলঙ্কা বিনা নোটিসে বন্ধ করার পর ঢাকার পক্ষ থেকেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা ওই সুবিধা বন্ধ করার আগে আমাদের অফিসিয়ালি কিছুই জানায়নি উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, 'শনিবার আমাদের যাত্রীরা কলম্বো বিমানবন্দরে নেমে আটকা পড়ার পর বিষয়টি আমরা জানতে পারি।'
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুনও ‘অন অ্যারাইভাল’ ভিসা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কলম্বো ওই পদক্ষেপ নেওয়ার পর ঢাকায় শ্রীলঙ্কান হাই কমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে ঈদের ছুটির মধ্যে গত রোববার তলব করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম