প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাই রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিকভাবে শিশুদের গড়ে তুলতে হবে। তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা চাই অবহেলিত, প্রতিবন্ধী- সব শিশুর সমান অধিকার হবে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মাত্র সাড়ে তিন বছরে আমাদের যে সংবিধান দিয়ে গিয়েছিলেন, সেখানেও শিশুদের বিষয়টি বাদ পড়েনি। তিনি শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯৭৪ সালে শিশু আইন করেন। তখনও জাতিসংঘ শিশু অধিকার আইন করেনি, তারা করেছে ১৯৮৯ সালে।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৬/ফারজানা