ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ দেশের সকল সাম্প্রদায়িক সহিংসতার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরাই জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর ২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির শহিদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সমাবেশের আগে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনা স্থানীয় আওয়ামী-যুবলীগের নেতাকর্মীরা যে ঘটিয়েছে তার প্রমাণ জাতি পেয়েছে। মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদন্ডহীন ও অপদার্থ। এ কমিশনের অধিনে বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবে কিনা তা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়াও তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে অত্যাচার, নির্যাতন, হত্যা চালিয়ে যাচ্ছে, তা গণহত্যার সামিল। আগামী ১৮ নভেম্বর দলীয় চেয়ারপারসন জাতির সামনে এসবের রুপরেখা তুলে ধরবেন বলে জানান তিনি।
ফখরুল বলেন, দেশ আজ গণতন্ত্রহীন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলছে, অথচ দেশে আজ কেউই নিরাপদে নেই। সর্বত্র খুন আর গুম। পথে ঘাটে মানুষ নিরাপদ নয়। ভোটারবিহীন নিবার্চনে যারা সরকারে আছেন তারা মানুষের কল্যাণে কোন কাজ না করে শুধু মাত্র লুটপাট ও খুন-গুমে ব্যস্ত। কথা বললেই মামলা, হামলা কোনখানেই শান্তি নেই, সর্বত্র অশান্তি বিরাজ করছে। তিনি বলেন, সারাদেশে লাখ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অবৈধ ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করা যায়। এ ধরনের কার্যকল্যাপের জবাব জনগণ একদিন আদায় করে নিবে। তখন তাদের করার কিছুই থাকবে না।
বিএনপির এই নেতা বলেন, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য নিবার্চন কমিশন গঠন করতে হবে। মেরুদন্ডহীন, দলীয় অন্ধ ও অনুগত কোন নিবার্চন কমিশন দেশবাসী মানবে না। নিবার্চন কমিশন প্রশাসনের সহায়তা ছাড়া নিজে অবাধ নিবার্চন করতে পারে না। কিন্তু প্রশাসনকে সেভাবে দলীয়করণ করা হয়েছে। যাতে সাহসী লোক ছাড়া প্রশাসনকে নিয়ন্তণে রাখা সম্ভব নয়।
এসময় কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক, নির্বাহী সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান ও লালমরিহাট জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা, এক এম মমিনুল হক, আফজাল হোসেন, সাজু পাটোয়ারী, মহিউদ্দিন লিমনসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ওই মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু’দলের খেলোয়ারদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৫