স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে চালিয়েছে বলে আভাস পেয়েছে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন মন্ত্রী। তিনি বলেন, আমরা যেটা দেখেছি-হয়তো কেউ ষড়যন্ত্র বা উদ্দেশ্যমূলকভাবে করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যেটাই হোক রিপোর্টটা আসলে আমরা পরিষ্কার হবো।
দলীয় ক্রোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে- এমন আভাস পাওয়া গেছে। দলীয় ক্রোন্দল থেকে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম। নাসিরনগরে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না। তবে ঘটনার সঙ্গে সঙ্গে যা যা করণীয়- আমরা সব পদক্ষেপ নিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে সব জানা যাবে।
আসাদুজ্জামান কামাল আরও বলেন, 'ওই ঘটনার তদন্ত বেশ কয়েকটি তদন্তদল কাজ করছে। পুলিশ ফোর্স ৮৪ জনকে গ্রেফতার করেছে। যে সাইভার দোকান থেকে ফেসবুকে ছবি ডাউনলোড করা হয়েছিল, তার মালিককে (জাহাঙ্গীর) আমরা খুঁজছি। তাকে ধরলে হয়তো জানতে পারব, কে এটা (বিতর্কিত ছবি ডাউনলোড) করেছে জানতে পারব। খুব শিগগিরই তাকে আমরা ধরে ফেলব।'
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২০