আফগানিস্তানের হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ জন বাংলাদেশিকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ সকালে আফগানিস্তান থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। সেখান থেকে তাদের নেওয়া হয় ঢাকার উত্তরার একটি হোটেলে।
জানা যায়, আফগানিস্তানের একটি কারখানায় বন্দী জীবন যাপন করছিলেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্থানীয় হেরাত কর্তৃপক্ষ আটকে পড়া বাংলাদেশিদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ আফগান দূতাবাস ও আফগানিস্তানের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে।
উল্লেখ্য, কাজের উদ্দেশ্যে এই ২৫ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে আফগানিস্তানের হেরাথ প্রদেশে যান এবং একটি প্রতিষ্ঠানে যোগদান করেন। কিন্তু ২ থেকে ৩ মাস পরেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এ অবস্থায়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার