আশুলিয়ার নরসিংহপুর এলাকার ম্যাটলার অ্যাপারিয়াল লি. নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির আটতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটিসহ মোট সাতটি ইউনিট কাজ করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘রাতে কারখানার আটতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পরিস্থিতির অবনতি হলে গাজীপুরের টঙ্গীর ২টি ও সাভারের একটি ইউনিট ডিইপিজেডের ৪টি ইউনিটের সঙ্গে কাজ শুরু করেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪