বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ম্যাটলার অ্যাপারিয়াল লি. নামে পোশাক কারখানার আটতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পোশাক কারখানায় লাগা আগুনের তীব্রতা কমছে বলে জানা গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সন্ধ্যা ছয়টার দিকে কারখানা ছুটি হয়ে গেছে। শুধুমাত্র কিছু শ্রমিক স্টোর রুমে মালামাল লোড-আনলোডের কাজ করছিলেন। তবে এখনও কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি’।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ‘আগুনের তীব্রতা প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। আশা করছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে আগুন নিয়ন্ত্রণে চলে এলে ডাম্পিং এর কাজ শুরু হবে’।
তিনি আরও জানান, ‘আটতলা ভবনের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে’।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০