আগামী ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব জেলায় ভোট গ্রহণের দিন ক্ষণ চুড়ান্ত করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি )। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দীন আহমেদ আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। মনোয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১১ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১২ ডিসেম্বর।
বিডি প্রতিদিন/এ মজুমদার