জেলা পরিষদ নির্বাচন অর্থহীন মন্তব্য করে এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা)চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে দলটি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
রবিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। বিকল্পধারার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এম শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠন প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কেবল সংসদে প্রতিনিধিত্বকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বিধিসম্মত, বাস্তবসম্মত নির্বাচন কমিশন গঠন করা হোক।’
প্রসঙ্গত, নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/মাহবুব