রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশে-মিয়ানমার সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সম্প্রতি মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর হামলায় বহু হতাহত হয়েছেন। এরপর আতঙ্কে বাড়ি-ঘরহীন রোহিঙ্গারা জলপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় মিয়ানমারের রোহিঙ্গারা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’
চোরাচালান প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় তিন লাখ ৮ হাজার চোরচালান বিরোধী অভিযান চালিয়ে ৯ হাজার ৮৬২ জন চোরাচালানীকে আমরা গ্রেফতার করেছি এবং ১২ শ’ ৬১ কোটি টাকার মালামাল এ পর্যন্ত আটক হয়েছে। এছাড়া মামলায় ১ হাজার ৪৮৮ জনকে সাজা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/মাহবুব