চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোছলেম উদ্দিনের ওপর হামলার একদিন পর রবিবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মোছলেম উদ্দিন বলেন, ‘ঘটনার পর দলীয় সাধারণ সম্পাদক ফোনে কথা বলেছেন। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’
প্রসঙ্গত, গত শনিবার লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলাকালে মোছলেম উদ্দিন বক্তব্য দেয়ার সময় এক ছাত্রলীগ কর্মীকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অনুষ্টান শেষ হওয়ার সাথে সাথে মোছলেম উদ্দিন কয়েকজন যুবকের রোষানলে পড়েন। এ সময় তাকে লাঞ্ছিত করে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ