ফেনীর ফুলগাজী উপজেলায় ভারতীয় মাদক বিক্রেতাদের হাতে নিহত আনসার সদস্য নওশের আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বদরপুরে মুসলিম পল্লীতে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড, আনসার, ফেনী পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের সময় ফেনী-৪ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর আশ্রাফ, কোম্পানি কমান্ডার আবদুল হান্নান, আনসাররের উপ-মহাপরিচারক দিলিপ কুমার বিশ্বাস, কুমিল্লার বিভাগীয় পরিচালক মো. হীরন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ঐক্যা সিং ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কিচিঞ্জার চাকমা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফেনীর ফুলগাজী মুন্সিরহাট ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তের খানাবাড়ী এলাকায় বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক বিক্রেতাদের সংঘর্ষে আনসার সদস্য নওশের আলীর মৃত্যু হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনীর সহকারী কমিশনার সোহেল রানাসহ চারজন আহত হন।
অন্যদিকে ভারতীয়দের হাতে আটক অপর আনসার সদস্য সুমন মিয়াকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভারতীয়দের হাতে নিহত আনসার সদস্যের অস্ত্রটি মামলার আলামত হিসাবে দেখানো হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ