রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালানো হচ্ছে বলে অভিযোগে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আদালত নিরপেক্ষ থাকলে খালেদা জিয়া খালাস পাবেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় বিএনপির এই নেতা আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত করতে হলে এখন থেকেই সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে। বিএনপি আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান চায়। না হলে আন্দোলন ছাড়া উপায় থাকবে না।
বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, সরকার বিএনপিকে ভয় পায়। এ কারণে তারা বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয় না।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/হিমেল