স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশ যতোই এগিয়ে যাক, জনগণের নিরাপত্তা না দিতে পারলে সব প্রচেষ্টাই ব্যর্থ। আজ শনিবার সকালে রাজধানীর সায়দাবাদে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা ও সকলের ঘুরে দাঁড়ানোর কারণেই জঙ্গি সন্ত্রাসীদের দমন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ওই জঙ্গিগোষ্ঠী তাদের তৎপরতা চালাতে পারে চিন্তা করে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন। জনগণকে সাথে নিয়ে আগামী দিনেও এই জঙ্গিগোষ্ঠীর মূল উৎপাটন করতে পারবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার