দীর্ঘ ৬ বছর ধরেই রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনের বকেয়া ভাড়া এক কোটি ৫৯ লাখ টাকা আটকে রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। রেলের এ বকেয়া ভাড়া আদায়ের জন্য একাধিকবার চিঠি দেয়া হলেও কর্ণপাত করেননি চবি কর্তৃপক্ষ। এ বিষয়ে চিঠির পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বৈঠকও হয়েছে কয়েকবার।
সর্বশেষ গত ৩ মে রেলের সিআরবি হেড কোর্য়াটারে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো আবদুল হাইয়ের সভাপতিত্বে রেল-চবি দ্বিপক্ষীয় বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করার সিদ্ধান্ত হলেও চবি ‘আদৌ পরিশোধ’ করবেন কিনা, তা দৃশ্যমান কিছুই বলতে পারছেন না রেলওয়ে সংশ্লিষ্টরা। তবে ৩০ জুনের মধ্যে সকল বকেয়া পরিশোধ করবেন বলে জানায় চবি কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো আবদুল হাই বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেল ও চবির মধ্যে সুন্দর একটা সফল বৈঠক হয়েছে। আগামি ৩০ জুনের মধ্যে ১ কোটি ৫৯ লাখ টাকা রেলের বকেয়া পরিশোধ করবেন বলে চবি কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে শিগগিরই কিছু বকেয়া টাকা পরিশোধ করবেন বলেও জানান চবি কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১২ সালে অক্টোবর রেলের ভাড়া বৃদ্ধির পর থেকে দীর্ঘ ৬ বছরে এ পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ টাকার বকেয়া ভাড়া আটকে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাছে।
এছাড়া সর্বশেষ বৈঠকে আগামি ৩০ জুনের মধ্যে বকেয়া ভাড়া আদায়সহ নানাবিধ সিদ্ধান্ত হয়। রেলওয়ে ও চবির জরুরী যৌথ বৈঠকে হওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে চবিতে শাটল ট্রেনের জন্য কোচ বাড়ানো এবং কোচের গুণগত মান সম্পন্ন কোচ প্রদান করা, ভাড়া বৃদ্ধি হলে শাটল ট্রেনকে বিশেষ ট্রেন হিসেবে বিবেচিত করে ভাড়া বৃদ্ধি না করা, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ৭ দশমিক ২৩ শতাংশ ভাড়া বৃদ্ধির মওকুফ করা, কোচ সংখ্যা ৭টি থেকে ৯টিতে উন্নতি করা, ছাত্র নামধারী বহিরাগত যাত্রীদের প্রতিরোধ করা এবং সবর্শেষ উভয় পক্ষের সম্মতিতে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত হয়।
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো আবদুল হাইয়ের সভাপতিত্বে দ্বিপক্ষীয় জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন রেলের কর্মাশিয়াল বিভাগের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদাত শাহদাত আলী, সিওপিএস মিয়া জাহান, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মনজুর উল-আলম, ডেপুটি সিসিএম মো. জাকির হোসেন, ডিসিও মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী, রেজিষ্ট্রার কামরুল হুদাসহ রেল ও চবির বেশ কয়েকজন কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান