ভারতের হরিয়ানা প্রদেশে আলোচিত হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ‘ডেরা সচ্চা সৌদা’র প্রধান গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে ওঠা দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রায় আগামী ২৫ আগস্ট ঘোষণা করা হবে। ওই দিন হরিয়ানার পাঁচকুলার একটি আদালত এই রায় ঘোষণা করবেন। তার আগেই হরিয়ানা ও পাঞ্চাব প্রদেশের ওই ধর্মগুরুর হাজার হাজার ভক্ত সেখানে গিয়ে অবস্থান নিয়েছেন ও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। খবর বিবিসির।
খবরে বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দুই রাজ্য জুড়ে বাড়তি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন কর হয়েছে। শুধু তাই নয় বহু লোককে গ্রেফতার করতে হতে পারে আশঙ্কায় পুলিশ একটি স্টেডিয়ামও অধিগ্রহণ করে রেখেছে।
১৫ বছর আগে নিজের আশ্রমেই দু'জন ভক্ত নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই মামলারই রায় হবে শুক্রবার। প্রশাসনের আশঙ্কা, রায় বিরুদ্ধে গেলে তার লক্ষ লক্ষ প্রেমী ভক্ত সেদিন আইন অমান্য করতে পারে, এই আশঙ্কায় তাদের আটক করে রাখার জন্য তৈরি রাখা হয়েছে চন্ডীগড়ের কাছে তাউ দেবীলাল স্টেডিয়ামও।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কোনও বেচাল বরদাস্ত করা হবে না। এই মামলায় রায় দেবে সিবিআই আদালত - আর তা শুধু পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না - কিন্তু কেউ যদি রায়কে অজুহাত করে হাঙ্গামা তৈরি করতে চায় শক্ত হাতে আমরা তার মোকাবিলা করব।"
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/মাহবুব