জামালপুরে তৃতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করেছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। বৃহস্পতিবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালের বার্তী ও জাগিরপাড়া এলাকায় সাধুরপাড়া ইউনিয়নের ৭-৮টি গ্রাম, মেরুরচর ইউনিয়নের ৫-৬টি গ্রামের হাজার হাজার বানভাসিদের ত্রাণ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।
এছাড়া বসুন্ধরা ত্রাণ বিতরণ দলে ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান আসলাম, নিজস্ব প্রতিবেদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্, রেডিও ক্যাপিটালের প্রশাসনিক কর্মকর্তা শামীম আল মাহমুদ, নিউজ টুয়েন্টিফোরের প্রোডাকশন এক্সিকিউটিভ মো. মিদুল ইসলাম মৃদুল, বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শফিক জামান, ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমান, শেরপুর প্রতিনিধি মাসুদ হাসান বাদল, ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, নিউজ টুয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি তানভীর আজাদ মামুন, শেরপুর প্রতিনিধি মনিরুজ্জামান রিপন ও ক্যামেরা পারসন সাখাওয়াত হোসেন রেজা।
স্থানীয় প্রশাসনের সহায়তায় গ্রুপের কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত থেকে সব হারানো অসহায় বানভাসী মানুষের হাতে তুলে দিয়েছেন আটা, চিড়া, গুড়, বিস্কুট, ওষুধ, স্যালাইন, শাড়ি-লুঙ্গি।
বিডি প্রতিদিন/২৪ আগস্ট ২০১৭/এনায়েত করিম