পবিত্র হজ পালনের জন্য রবিবার ভোর ৬টায় সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
হজ পালনের সময় এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি এয়ার লাইনের বিমানে হুসেইন মুহম্মদ এরশাদ এবার হজে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৭/এনায়েত করিম