আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন- সাংবাদিকদের উদ্দেশ্যে বলা 'আমার বক্তব্য মিস কোড করবেন না', প্রধান বিচারপতি এস কে সিনহার এমন উপলব্ধির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। হানিফ বলেন, প্রধান বিচারপতি বুঝতে পেরেছেন, তার বক্তব্যে সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে তিনি যে কটাক্ষ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন, সেটা বাংলাদেশের মানুষ সহজভাবে নেয় নি। তিনি বুঝতে পেরেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাই। আজ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে ঢাকা সংসদীয় আসন-১০ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিএনপি ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছেন উল্লেখ করে হানিফ বলেন, আওয়ামী লীগ অনেক রক্ত চক্ষু উপেক্ষা করে অনেক সামরিক শাসককে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। তাই এই আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার