জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিশ্বের প্রতিটি মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ধর্মের চর্চা ও প্রচারের অধিকার সংরক্ষণ করে। সাংস্কৃতিক অধিকার সর্বজনীন ও অন্যতম মানবাধিকার। কিন্তু বর্তমান বিশ্বে যে সাংস্কৃতিক যুদ্ধ চলছে, তা মোকাবেলায় শান্তির দীক্ষা ও সাংস্কৃতিক ঐক্য খুবই জরুরি। যা বিরোধ নিস্পত্তিতে শান্তিপূর্ণ ভূমিকা রাখবে।
রাশিয়ার সেন্টপিটাসবার্গে চলমান ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের ১৩৭তম সম্মেলনে মঙ্গলবার ‘প্রোমোটিং কালচারাল প্লুরালিজম অ্যান্ড পিস থ্রো ইন্টার ফেইথ অ্যান্ড ইন্টার এথেনিক ডায়লগ’ শীর্ষক আলোচনা অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংবিধানের ২৫(খ) ও ২৮(১) অনুচ্ছেদ তুলে ধরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বিশ্বের সকল ধর্ম-বর্ণের লোক তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এসময় তিনি জাতিগত বিভেদ ভুলে পাস্পারিক আস্থার ভিত্তিতে সকলে মিলে একটি শোষণমুক্ত, দারিদ্রমুক্ত, বৈষম্যহীন শান্তিপূর্ণ বিশ্ব গড়তে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম