মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের কারণে রাখাইনে সৃষ্ট রোহিঙ্গা সংকট পরিদর্শনে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ।
সাইমন হেনশ’র নেতৃত্বাধীন সেই প্রতিনিধি দলটি গতকাল রবিবার মিয়ানমারে গেছে। সেখান থেকেই তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে। হেনশ ছাড়াও প্রতিনিধি দলে অন্যদের মধ্যে থাকছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো’র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম ভাজদা, পূর্ব-এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্যুরোর অফিস ডিরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি।
আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমারের সংকট-কবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা করবে। একইসঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়ানোর বিষয় নিয়েও কথা বলবে সংশ্লিষ্টদের সঙ্গে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর