রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, কৃষকদের দুঃখ নিরসনে আওয়ামী লীগ সরকার কাজ করছে। তাই দেশের বিভভিন এলাকার খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল গুলো সচল হলে কৃষকের মুখে হাসি ফটবে। আসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি এলাকায় জাঙ্গালিয়া, বারমাসি ও হান্ডিছাড়া নামক তিনটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এক কোটি একাত্তর লাখ টাকা ব্যয়ে তিনটি খাল পুনঃখননের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় চিওড়া ইউনিয়নের সাকছি সৈয়দ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবন ও কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ে মুজিবুল হক তোরণ এবং স্থায়ী মঞ্চ উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার বাবুল চন্দ্র শীল, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভুঁইয়া, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এবিএম খান মুজাহিদী, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ও বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর