পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব (পিপিপি) ও এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল দুটি সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক শেষে শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের উপস্থিতিতে স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক এবং সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী সচিব তান গাই সেন উভয় দেশের এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। সূত্র: বাসস
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা