কাঠমুন্ডুতে ৭৬ আসনের যাত্রীবাহী ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটেছে।জানা গেছে, বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন। ক্রু সদস্য ছিলেন চার জন।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচারিয়া বলেছেন, ২৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গে সাতজনকে মৃত ঘোষণা করা হয়।
এসটু-এজিইউ নম্বরের ওই বিমানটি ঢাকা থেকে উড্ডয়ন করে এবং ত্রিভুবন বিমানবন্দরে দুপুর ২টা ২০ মিনিটে এটি অবতরণ করে। বিমানবন্দর ও নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, অবতরনের সময় টার্ন করতে গিয়ে ফুটবল মাঠের কাছে বিধ্বস্ত হয়। সূত্র: কাঠমুন্ডু পোস্ট
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা