নেপালের কাঠমুন্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ আসনের যাত্রীবাহী ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়েছে। সেই ব্মিানের নম্বরটি ছিল এসটু-এজিইউ।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচারিয়া বলেছেন, চার ক্রু সদস্যসহ মোট ৭১ জন ছিল সেই বিমানে। ৫০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা