নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস বাংলার বিমানে থাকা ৪৬ যাত্রীর খবর এখনো জানা যায়নি। হিমালয়ান টাইমস জানিয়েছে, বিমানটিতে ৬৭ যাত্রী ও চার জন ক্রু সদস্য ছিলেন।
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, ২৫ জনকে কাঠমুন্ডু মেডিকেল কলেজ ও সিনামঙ্গল টিচিং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা