বসন্ত বোহরা। রাশওয়িতা ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস কোম্পানির একজন কর্মী। সোমবার নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সে তিনিও ঢাকা থেকে বিমানে উঠেছিলেন। ওই বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জন নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বোহরা।
তার সঙ্গে ওই কোম্পানির আরও ১৬ জন কর্মী ছিলেন। তারা সবাই ট্রেনিং করতে ঢাকা এসেছিলেন বলে জানিয়েছেন বোহরা।
বর্তমানে তিনি স্থানীয় নরভিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, যখন ঢাকা থেকে যাত্রা শুরু করি তখন উড়োজাহাজটি স্বাভাবিক ছিল। তবে কাঠামান্ডুতে বন্দরে নামার আগ মুহূর্তে এটি অস্বাভাবিক আচরণ শুরু করে।
বোহরা বলেন, হঠাৎ করে প্রচণ্ড শব্দ হলো। আমার সিটটি জানালার পাশে ছিল। বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই আমি জানালা ভেঙে আসতে সক্ষম হই।
তিনি অারও বলেন, আমি মাথা ও পায়ে আঘাত পেয়েছি; কিন্তু ভাগ্যক্রমে বেঁচে আছি।
সূত্র: কাঠমুন্ডু পোস্ট
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান