গন্তব্য ছিল নেপাল। সোমবার সকালে তাই ফ্লাইট ছাড়া আগেই হাজির হয়েছিলেন এয়ারপোর্টে। ফ্যামিলির অন্য সদস্যদের নিয়ে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করেন তারা।
সকাল প্রায় ১০টার দিকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেন-Ready to fly to Kathmandu from Hazrat Shahjalal International Airport ...Pls keep us on your prayer.
ফেসবুকের ওই আইডির পোস্ট দাতার নাম অ্যানি প্রিয়ক, তারা কাঠমুন্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার বিমানে করেই নেপালের উদ্দেশে ঘুরতে যাচ্ছিলেন।
তাঁদের ভাগ্যে কী ঘটেছে এটা এখন পর্যন্ত জানা যায় নি। অনেকেই তাঁদের ফেসবুক টাইমলাইনে আহাজারি করছেন। বলছেন ফিরে এসো। কেউ বলছেন তোমরা কোথায়। প্লিজ কথা বলো। কিন্তু ৯ ঘণ্টা আগে পোস্ট দেয়া প্রিয়ক, অ্যানির আইডি থেকেই কোনো সাড়া পাওয়া যায় নি।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান