নেপালের কাঠমুন্ডুতে দুর্ঘটনা কবলিত ইউএস-বাংলার ফ্লাইটের যাত্রী ছিলেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহমেদ ফয়সাল। ব্যক্তিগত সফরে তিনি নেপাল যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান