নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনার কারণে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিন সফর শেষে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা থাকলেও এই পরিস্থিতিতে সফর একদিন এগিয়ে মঙ্গলবার নির্ধারণ করেছেন তিনি।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নেপালে প্লেন দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর দেশের উদ্দেশে সিঙ্গাপুর সিটি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন