নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নেপাল ও বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা দেশ। স্বাভাবিকভাবে ক্রিকেটাঙ্গণকেও ছুঁয়ে গেছে শোকের আবহ। দেশি-বিদেশি যেকোনো ঘটনায় ক্রিকটারদের মধ্যে সবার আগে সোশ্যাল সাইটে সক্রিয় হন 'মি. ডিপেন্ডেবল' মুশফিকুর রহিম। আজও তার ব্যতিক্রম হলো না।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ভয়াবহ দূর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মুশফিক। বিধ্বস্ত বিমানটির ছবি পোস্ট করে ক্যাপশনে সাবেক টেস্ট অধিনায়ক লিখেছেন- (Please everyone pray for these people..)'প্লিজ এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন।' পাশে প্রার্থনা এবং কান্নার কয়েকটি ইমোটিকন ব্যবহার করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচ জেতানো টর্নেডো ইনিংস খেলা মুশফিক।
উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান