ব্রিটেনের বিভিন্ন বাড়িতে মুসলিমদের উপর নির্যাতন করা ও পরমাণু বোমা মেরে মক্কা শরিফ উড়িয়ে দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে লিফলেটে বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ এপ্রিল (পানিশ অ্যা মুসলিম ডে) মুসলিম নির্যাতন দিবস পালনের আহ্বান জানিয়েছে অজ্ঞাত উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
সোমবার সন্ধ্যায় হেফাজতের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে মুসলমানদের উপর চলছে ভয়াবহ জুলুম ও নির্যাতন। মুসলমানরা এর প্রতিরোধ করলেই তাদেরকে বলা হচ্ছে জঙ্গি বা সন্ত্রাসী। চিঠির মাধ্যমে আহ্বান জানিয়ে মুসলমানদেরকে হত্যার পরিকল্পনা ভয়াবহ ঘটনা।
এ কাজ যারাই করুক না কেন, আমরা তাদের শাস্তি দাবি করছি। এধরণের সহিংসতার লাগাম টেনে না ধরলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশংঙ্কা করছেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের উচিত- ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টির জোরালোভাবে তদন্তের দাবি জানানো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন