নেপালে বিমান দুর্ঘটনার পর থেকে শোকাবহ পরিবেশ বিরাজ করছে সর্বত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও এখনো থমথমে। কেমন যেন চাপা আতঙ্ক ভর করছে সবার মনে। সোমবার এখন থেকেই উড্ডয়ন করেছিল ইউএস বাংলা এস২-এজিইউ এর ফ্লাইটটি। নেপালে গিয়ে সব শেষ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী থেকে শুরু করে সবাই এখন সেই মর্মান্তিক দুর্ঘটনা নিয়েই আলোচনা করছেন। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন। ৭১ যাত্রীর যারা বেঁচে ফিরেছেন তাদের কারও কারও অবস্থাও আাশঙ্কাজনক। এ আতঙ্ক যে দ্রুত মুছবে না তা নিশ্চিত। কিন্তু এরইমধ্যে আজ মঙ্গলবারও শাহজালালালে এমন অনেক যাত্রী এসেছেন যাদের গন্তব্য নেপাল। নেহাতই জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে যাচ্ছেন তারা।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/ফারজানা