বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এসেছে তখনি একটি মহল বারবার হত্যা, চক্রান্ত, জঙ্গিবাদ ও মৌলবাদী শক্তির মাধ্যমে সরকারকে উৎখাত ও দুর্বল করতে চেষ্টা করেছে করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আরও বলেন, কিন্তু আমরা তাতে ভয় পাই না। জনগণই আমাদের মূল শক্তি।
মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাথে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে দলীয় নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রতি আহ্বান জানান।
এছাড়া সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায় হুসেইন মুহাম্মদ এরশাদের এক বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, এরশাদ সাহেবের সব কথার উত্তর দেওয়া ঠিক হবে না।
যৌথ সভায় আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, আব্দুস সবুর, জেপির শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল, ওয়ার্কার্স পার্টির আবুল হোসেন, যুবলীগের মজিবুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা আবু কাওছার, শ্রমিক লীগের সিরাজুল ইসলাম, ছাত্রলীগের এসএম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ