বিএনপি গোপনে গোপনে অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনে ইলিয়াস আলী মোল্লা বস্তির অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর তারা এখনও নির্বাচনের প্রস্তুতি নিয়েই অগ্রসর হচ্ছে। আমরা তাদের তৃণমূলের খবর জানি।’
তিনি আরও বলেন, বিএনপি তাদের নির্বাচনী কর্মকাণ্ড ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছে। এতে অসুবিধার কোনো কারণ নেই।
এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ও আসলামুল হক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/এনায়েত করিম