এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের ছয় কর্মকর্তাকে বদলি করেছে নেপাল সিভিল এভিয়েশন। তবে বিষয়টিকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম (জনসংযোগ) সাংবাদিকদের জানান, আমরা জানতে পেরেছি নেপাল সিভিল এভিয়েশন প্লেন দুর্ঘটনার সময় দায়িত্বরত ছয় এটিসি কর্মকর্তাকে বদলি করেছে। যেখানে পাইলট-এটিসি'র মিসগাইডের একটি বিষয় দেখা যাচ্ছে, সেখানে এই বদলির ঘটনা নেপাল সিভিল এভিয়েশনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। বদলির ঘটনা মেনে নেওয়ার মতো না।
এর আগে তিনি বলেন, বিএস২১১ বিধ্বস্তের ঘটনায় পাইলট, কো-পাইলট, কেবিন ক্রুসহ মোট ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। সেখানকার তিনটি হাসপাতালে জীবিত ১০ জনের চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/হিমেল