নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের যাত্রী ছিলেন মুন্সীগঞ্জের সন্তান ইয়াকুব আলী রিপন। তিনি নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইয়াকুব আলী (রিপন) মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের ইউনুছ বেপারীর ছেলে। সে ৬ ভাইবোনের মধ্যে বড়। প্রায় ৮ বছর আগে আঁখি আক্তারের সাথে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ইয়ানুর নামের ৬ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী সন্তান নিয়ে ইয়াকুব ঢাকার মোহাম্মদপুরের আদাবর এলাকার প্রপাল হাউজিং এর ২ নম্বর রোড়ের ৪২/সি নম্বর বাসায় বসবাস করেন। সে মোহাম্মদপুর টোকিও প্লাজার ১৫৭ নং দোকানের ব্রাদাস দ্যা সপ কসমেটিক্সের একটি দোকানের স্বত্বাধিকারী।
ইয়াকুব আলী রিপনের ছোট ভাই টিপু বেপারী জানান, মঙ্গলবার আমার ছোট ভাই দীপু বেপারী সরকারি প্রতিনিধি দলের সাথে নেপাল যান। সে দুপুর একটার দিকে ফোন করে জানান আমাদের বড় ভাই ইয়াকুব আলী রিপন নেপালের কাঠমান্ডু এলাকার নবলিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দীপু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানতে পারে বর্তমানে তাদের বড় ভাই রিপন আইসিইউতে আশংকামুক্ত অবস্থায় রয়েছে। গতকাল থেকে আজকে শারীরিক অবস্থা আরো উন্নত হয়েছে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
এ দিকে বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার আহম্মেদ ফয়সালের নিহতের খবরে জেলার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নেপালে বিমান দুর্ঘটনায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব শোক জানিয়েছে সাংবাদিক ফয়সালসহ সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/মাহবুব