৬ হাজার ৪০৯ কোটি টাকার জামানতবিহীন ঋণ প্রদানের জন্য ‘ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাইন্ডেশন সহায়তা প্রকল্প -২’এর মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২২টি জেলায় এই প্রকল্প বাস্তবায়ন চলছে। চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরমধ্যে প্রকল্পটির মেয়াদ সংশোধন করে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে এসব তথ্য তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে নবম সংসদের প্রথম থেকে ১০ম সংসদের শেষ অধিবেশন পর্যন্ত সংসদে দেওয়া সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করা হয়। এসময় জানানো হয়, প্রকল্প-২য় মেয়াদে ৬ হাজার ৪০৯ কোটি ৫৪ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় বরাদ্দ রয়েছে। পল্লী অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র কৃষক পরিবারের নারী ও পুরুষদের নিয়ে এই প্রকল্পের আওতায় গ্রাম ভিত্তিক কেন্দ্র গঠন করে জামানত বিহীন ঋণ প্রদান এবং উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান এই প্রকল্পের উদ্দেশ্য।
এই প্রকল্পের মাধ্যমে গ্রাম কেন্দ্রগুলো ঋণ আদায়, ছোট ছোট সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেবে। কমিটি পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় চলমান কার্যক্রমের পাশাপাশি একটি বাড়ি-একটি খামার প্রকল্প বাস্তবায়নে মনিটরিং বাড়ানোর সনুপারিশ করে।
বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবি এবং শামীম হায়দার পাটোয়ারী। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার