খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, একাত্তর ও পঁচাত্তরের খুনি চক্র দেশকে অস্থিতিশীল করে জাতীয় নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের সাথে বিএনপি আজ আবার ২০১৪ সালের মত নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে ওঠেছে। আদালত দণ্ড মওকুফ না করে শুধু জামিন দিলেও বেগম জিয়া আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাই তারা পার্বত্য চট্রগ্রামে আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চায় বলে তিনি উল্লেখ করেন।
রবিবার জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
৭ মে প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘স্থানীয় সরকার নির্বাচন ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, বিএফইউজে মহাসচিব মো. ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমদ মেহেদী, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর প্রমুখ। সভায় সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব