বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে প্রায় ৫ ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দিয়েছে টঙ্গী থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১০টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ।তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
এর আগে আবদুল্লাহ আল নোমানসহ ১৬ নেতাকর্মীকে রবিবার বিকালে টঙ্গীতে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে। নোমানকে ছেড়ে দিলেও বাকিদের আটক রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান