মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সসম্মানে দেশটিতে ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে রোহিঙ্গাদের জন্য আসা ভারতের ত্রাণসামগ্রী গ্রহণকালে তিনি এ অনুরোধ জানান।
ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আসা দ্বিতীয় দফার ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার রেইনকোট, ৫০ হাজার জোড়া গামবুট, ৪৫ টন শিশুখাদ্য, ১০০ টন গুঁড়োদুধ ও ১০০ টন শুঁটকি।
এদিন, সকালে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে এসব ত্রাণ হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরে প্রথম দফায় চাল, চিনি, লবণসহ ৯৮১ মেট্রিক টন ত্রাণ সহায়তা দেয় ভারত।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব