মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন এখন সময়ের দাবি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কনরাড ক্লিফোর্ড বুধবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
শাহজাহান কামাল বলেন, বাংলাদেশ যদি মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন করতো তাহলে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ও আহতরা প্রত্যেকেই ২৫ হাজার মার্কিন ডলার, প্রতি কেজি ব্যাগেজের জন্য ২৫ মার্কিন ডলার এবং কার্গো কেজি প্রতি ২৫ মার্কিন ডলার করে পেতেন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ এখনও মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন না করায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীরা ক্ষতিপূরণ পাবে ওয়ারশ কনভেনশন অনুযায়ী, যা অনেক কম।
সারা বিশ্বে অ্যাভিয়েশন খাতের সেফটি ও সিকিউরিটি’র (ডেথ, ইনজুরি, ডিলে, ড্যামেজ, লস) ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) মন্ট্রিল কনভেনশন ৯৯ কার্যকর অপরিহার্য হয়ে পড়েছে। আইকাও’র সদস্য রাষ্ট্রসমূহকে এ কনভেনশন রেটিফেকশনে উদ্বুদ্ধ করতে কাজ করছে আইএটিএ।
এ সময় আএটিএ’র রিজিওনাল ম্যানেজার আজহার আজহারি, অ্যাভিয়েশন সলিউশন ম্যানেজার পারভেজ এন ইব্রাহিম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম