গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদকে জানিয়েছেন, রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত একটি উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা আছে রাজউকের।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গণপূর্তমন্ত্রী আরও জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে এই উড়ালসড়ক নির্মিত হবে। অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে। প্রকল্পটি বাস্তবায়নের সময়কাল নির্ধারণ করা হয়েছে এ বছরের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত।
বিডি প্রতিদিন/এ মজুমদার