ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) জেলার মাহবুব আলম জানিয়েছেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণীর বন্দি মর্যাদা) দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা পেলেই তাকে সে সুবিধা দেওয়া হবে। খবর বাংলানিউজ।
জেলার মাহবুব আলম আরও বলেন, এখনো আমাদের হাতে আদালতের নির্দেশনার কোনো কপি আসেনি। এলেই ডিভিশন দেওয়া হবে।
জানা যায়, ডিভিশন সুবিধা নিশ্চিত হলে মইনুল হোসেনকে সাধারণ ওয়ার্ড থেকে একটি রুমে নেওয়া হবে। সেখানে খাটের পাশাপাশি চেয়ার-টেবিলও থাকবে। খাবার পরিবেশনেও তাকে সুবিধা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে মইনুল হোসেন জমিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে কারাগারে সাধারণ বন্দী হিসেবেই আছেন ব্যারিস্টার মইনুল হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার