জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে সাজার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশের বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার রায় ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির পালনের আহ্বান জানান।
এর আগে, দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সেই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কাকরাইলে থাকা জমি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের মধ্যে বসানো আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক মো. আখতারুজ্জামান।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৮/মাহবুব