জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্বদ্যিালয়ের(ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে তারা খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তির দাবি জানিয়েছেন। সোমবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘পূর্বের ধারাবাহিকতায় আরো একটি মিথ্যা মামলায় বাংলাদেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড প্রদানের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করছি। বেগম জিয়া এবং তাঁর আইনজীবীদের অনুপস্থিতিতে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এক তরফা শুনানির মাধ্যমে এ রায় প্রদান করা হলো। আমরা মনে করি, এ রায়ের মাধ্যম বেগম জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৮/মাহবুব